Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী সোমবার ২০২১,

রাজনীতিবিদের ভূমিকায় মিথিলা বিনোদন

রাজনীতিবিদের ভূমিকায় মিথিলা

বাস্তবে নয়, মিথিলার এই পরিচয় পর্দার। জি ফাইভের জন্য সদ্য একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন তিনি। সেখানেই রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, কয়েকটা সমান্তরাল গল্প রয়েছে। শেষে গিয়ে লিঙ্ক হবে। এটা ফার্স্ট সিজন। আমার চরিত্র খুব ইন্টারেস্টিং। একজন রাজনীতিবিদের চরিত্র। পরিচালকদ্বয় এবং আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখার চেষ্টা করেছি।

মিথিলা ছাড়াও অভিনেতা আরিফিন শুভর অভিনয় এই সিরিজে দেখতে পাবেন দর্শকরা। মিথিলা জানালেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দর্শক দেখতে পাবেন ‘কনট্র্যাক্ট’।