নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন নীলাঞ্জনা নীলা বিনোদন / 
প্রথম ছবি ‘গহীন বালুচর’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন নীলাঞ্জনা নীলা। তবে এরপর প্রায় দুই বছর কেটে গেলেও তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। আবারও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নীলাঞ্জনা নীলা।
নীলাঞ্জনা জানালেন, দু-এক মাসের মধ্যেই শুটিং শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, সব কিছু ফাইনাল। তবে এখন এ ব্যাপারে কিছু জানাতে বারণ করেছেন পরিচালক। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো আশা করছি।
গেলো গত বুধবার সর্বশেষ একটি খণ্ড নাটকে অভিনয় করেন নীলাঞ্জনা। নাটকটির শিরোনাম ‘টাকারে ভাই টাকা’। এতে অ্যালেন শুভ্র’র বিপরীতে দেখা যাবে নীলাঞ্জনা নীলাকে।