Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী সোমবার ২০২১,

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত শিল্প ও সাহিত্যফরিদপুর

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শুক্রবার সকাল নয়টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  পুষ্পমাল্য অর্পণ করে। অর্পন শেষে কবির কবর জিয়ারত করা হয়।

পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

১৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন কবি।

১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লীকবি ঢাকায় মারা যায়। পরে পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে কবর দেওয়া হয়।