মুকসুদপুরে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোপালগঞ্জ / 
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর ৫ দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর প্রেসক্লাবের সংলগ্ন রোডে এক ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বাংলোদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ মুকসুদপুর উপজেলা শাখা সভাপতি নুর আলম মিয়ার সভাপতিত্বে সমারেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক তরুন মোল্যা, সাংগঠনিক সম্পাদক আবু নাইম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য মুক্তার হোসেন প্রমুখ।
সারাদেশের ন্যায় বাংলোদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষ থেকে বাংলোদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি নুর আলম মিয়া ও সাধারন সম্পাদক তরুন মোল্যার নেতৃত্বে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এছাড়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হুজ্জাদ হোসেন লিটু মিয়া, স্মারকলিপি প্রদান করেন।