Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দামুড়হুদায় সড়কের ধারে স’মিলে মোবাইল কোর্টের জরিমানা চুয়াডাঙ্গা

দামুড়হুদায় সড়কের ধারে স’মিলে মোবাইল কোর্টের জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে রাস্তা দখলকারী স’মিল (করাত কল) এর বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টে জরিমানা করা হয়। বুধবার সন্ধায়  উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান এই আদালত পরিচালনা করেন।

আদালত সুত্রে জানা গেছে, স’মিলের (করাত কল)এর বৈধ কাগজপত্র না থাকায় ও সড়কের পাশে অবৈধভাবে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় কাঠ ফেলে রাখায় প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। জনসার্থে সড়ক দখল মুক্ত রাখতে উপজেলা সদরের দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের ধারের রাস্তা দখল করে  অবৈধ দখল মুক্ত করে দুর্ঘটনা এড়াতে আদালত পরিচালনা করা হয়। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজের সামনে আব্দুস সালাম ও চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ধারে ইমান আলির স’মিল (করাত কলের) মালিককে বৈধ কাগজপত্র না দেখাতে পারায় করাত কল লাইন্সেস এর বিধিমালা ২০১২এর ৩এর ১২ধারা ভঙ্গের অপরাধে উভয়কে ৩হাজার টাকা করে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহায়তা করেন, উপজেলা নির্বাহী অফিসের পেসকার জিহন আলী ও অফিস সহায়ক রফিকুল ইসলাম।