Opu Hasnat

আজ ৩০ নভেম্বর মঙ্গলবার ২০২১,

সিলেটে তিন মশার কয়েলকে লক্ষ টাকা জরিমানা সিলেট

সিলেটে তিন মশার কয়েলকে লক্ষ টাকা জরিমানা

সিলেটে অনুমোদনহীন ও লাইসেন্স না থাকায় তিনটি মশার কয়েল প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার কোতোয়ালি থানাধীন লালদীঘিতে অনুমোদনহীন ও লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন। 

এসময় স্নেহা ট্রেডার্স ব্র্যান্ড নিউ আমিন তুলসী পাতাকে ২০ হাজার টাকা, রাজদীপ মশার কয়েলকে ৫০ হাজার টাকা ও বিসমিল্লাহ্ ট্রেডার্স ফিট জাদুসহ অন্যান্য মশার কয়েলকে  ৩০ হাজার  টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর অ্যাডজুডেন্ট এএসপি ওবাইন, এসআই নুরে আলম, কনস্টবল আলমগীর, আরিফ, সইনিক রিমন কানন, বিএসটিআই ফিল্ড অফিসার আব্দুল মতিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।  

এ ব্যাপারে বিএসটিআই এর অফিসার মতিন বলেন, লালদীঘিতে আরো বেশ কিছু প্রতিষ্ঠান নকল পণ্য বাজারজাত করছে। আমরা তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেব। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।