Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্যসেবারাজবাড়ী

রাজবাড়ীতে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রাজবাড়ীতে জেলা পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শনিবার সকালে শুরু হয়েছে। 

সকাল ৮ টার সময় রাজবাড়ী সরকারী হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুল হক, রাজবাড়ী সরকারী হাসপাতালের সিনিয়ার শিশু কনসাল্টটেন্ট ডাঃ মোঃ গোলাম ফারুক, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহিম বক্স, ডাঃ বিমল বেপারী, ডাঃ মোঃ মোর্শেদুল ইসলাম খান। 

জানাগেছে, আজ সারা দেশে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে ১১ শত ৩৬ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়স পর্যন্ত শিশুদের ১ টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং  ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি টিকাদান কেন্দ্র সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে, এবং এই কর্মকান্ড সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত করার জন্যন ২ হাজার ৮ শত ২৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।  

এই বিভাগের অন্যান্য খবর