Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাস্ক না পরায় সাত মামলায় জরিমানা ২ হাজার ৭০০

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লোহাগড়ায় অভিযান নড়াইল

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লোহাগড়ায় অভিযান

মাস্ক ব্যবহার না করায় নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে সাতটি মামলা দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাখি ব্যানার্জির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

এসময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি বলেন, অভিযানে পথচারী, ফুটপাত ও লোহাগড়া বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হচ্ছে।

প্রশাসনের এধরনের অভিযান মাস্ক ব্যবহারে একদিকে যেমন সচেতন হচ্ছে সাধারণ মানুষ অন্য দিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কার্যকরি ভূমিকা রাখছে বলেও মনে করেন সচেতন মহল।