Opu Hasnat

আজ ২৩ জানুয়ারী শনিবার ২০২১,

দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‘র আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে, কারিতাস, ওয়াই ডব্লিউসিএ, কেয়ার, আইইডিএস‘র সহায়তায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে ‘সারা বিশ্বের ঐক্য-এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্যে ডা: এস এম তানজিরুল ইসলাম রায়হান এর সভাপতিত্বে ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরী হাসপাতালের ব্যবস্থাপক ধ্রুব সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, আবাসিক মেডিকেল অফিসার এ এস এম ফাতেহ্ আকরাম। 

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সভাপতি শামীম কবীর, ডিএসকে‘র আঞ্চলিক ব্যাবস্থাপক আবুল কালাম আজাদ, ওয়াই ডব্লিউ সি এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ম্রং প্রমুখ।