দুর্গাপুরে বিনামুল্যে বীজ বিতরণ নেত্রকোনা / 
জেলার দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ সহায়তা প্রনোদনা কর্মসুচির আওতায় বিনামুল্যে বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. মাহাবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।