Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভার্স্কযের বিরোধীতাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন রাজবাড়ী

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভার্স্কযের বিরোধীতাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

রাজবাড়ীতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নির্মানে বিরোধীতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠির বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতাকারীদের বিচারের দাবীতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে যুবলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

মানবন্ধন কর্মসুচীতে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, সহ-সম্পাদক ও আইন বিষয়ক সম্পাদক যুববন্ধু এস, এম, মনিরুল ইসলাম (মঈন),  সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক  শিহাব আহমেদ,  জেলা যুবলীগ নেতা বাদল দে ,সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান ( সেলিম), সাবেক ছাত্র- ছাত্রী বিষয়ক সম্পাদক সেলিম মোল্লা সাবেক জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইলিয়াস চৌধুরী (রাব্বি), সাবেক সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাকিল আহমেদ (সবুজ), সাবেক রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আহমেদ পরাগ, যুবনেতা আনিসুর রহমান মৃধা ( আনিস),  যুবনেতা ইরান মিয়া, যুবনেতা শাহেদ মিয়া,  যুবনেতা  নারায়ন, যুবনেতা সফিকুল ইসলাম (সফিক), যুবনেতা সেন্টু খান, মুলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি  শেখ সানু, যুবনেতা আঃ খালেক,  যুবনেতা মহসিন, সহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের অসংখ্যা নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও  মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলার সভাপতি আল আমিন হোসেন নয়ন, সাধারন সম্পাদক কৌশিক কুমারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময় পাশেই রেলগেট শহীদ স্মৃতি চত্ত¡র এলাকায় একই দাবীতে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখা। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, পুজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পল্লবী ঘোষ, আব্দুস সামাদ মিয়া বক্তৃতা করেন।

বক্তারা এ সময়, অবিলম্বে হেফাজত ইসলামের যুগ্ন সাধারন সম্পাদক মামুনুল হককে আইনে আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতার নামে উগ্র মৌলবাদ বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের রাজপথে মোকাবেলা করার চ্যালেঞ্জ জানান।  

পরে সেখান থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।