মাগুরায প্রতারক গ্রেফতার মাগুরা / 
মাগুরা জেলার মহম্মদপুর থানার পুলিশ সোমবার শফিকুল ইসলাম (২২) নামের এক প্রতারকে গ্রেফতার করেছে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃবোরহান উদ্দিন ও এসআই মোঃ রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সফল অভিযানে মোঃ শফিকুল ইসলাম ( ২২)-কে আটক করেন।
এজাহারে সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম (২২) তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বাদীর নিকট প্রতারণার উদ্দেশ্যে টাকা দাবি করে ও পরিবারের ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করেন। পরবর্তীতে বাদী এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে তারপর তথ্য ও প্রযুক্তির সাহায্যে আসামীর পরিচয় ও অবস্থান শনাক্ত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ টিম মাগুরা পুলিশকে অবহিত করেন। অবশেষে রামদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামি শফিকুল ইসলামকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নহাটা পুলিশ।