বেপরোয়া যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন নেত্রকোনা / 
নেত্রকোনার দুর্গাপুরে বেপরোয়া গতির যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন পথ সভা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা-কর্মীরা। রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও পথ সভা কর্মসূচি পালিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, সংবাদিক মোহন মিয়া, দুর্গাপুর নিরাপদ সড়ক আন্দোলন কমিটির আহবায়ক নুরুল আলম, উপজেলা সিপিবি সভাপতি আলকাস উদ্দিন মীর, নিরাপদ সড়ক আন্দোলন কমিটির নেতা শফিউল আলম স্বপন, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই বালুবাহী বেপরোয়া গতির গাড়ি চাপায় প্রাণ হারাচ্ছেন যাত্রী থেকে শুরু করে পথচারীরা। গতকাল রাতেও বেপরোয়া গতির ট্রাকের চাপায় নিহত হন অটোরিকশার যাত্রী মিলনা বেগম (৪৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্বামী চানু মিয়া। তাই অবিলম্বে এখানকার সড়কে বেপরোয়া গতির নিয়ন্ত্রণ, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা হোক।