Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

জাতির পিতার ভাস্কর্য নিয়ে হেফাজতের দৃষ্টতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবলীগের বিক্ষোভ সুনামগঞ্জ

জাতির পিতার ভাস্কর্য নিয়ে হেফাজতের দৃষ্টতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবলীগের বিক্ষোভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য্য নিয়ে দৃষ্টতা দেখানোর প্রতিবাদে হেফাজত নেতা আল্লামা মামুনুল হকসহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে একব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিসদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, তনুজ কান্তি দে, সাবেক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. জেবুল মিয়া, যুবলীগ নেতা পাবেল আহমদ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ ইমন, জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে ও ছাত্রলীগ নেতা অমিয় মিত্র প্রমুখ। 

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিসদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, হেফাজতের তথাকথিত নেতারা যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ভার্স্কয্য নিয়ে দৃষ্টতা দেখিয়েছেন ঐসমস্ত মৌলবাদি ধর্মান্ধ গোষ্ঠি স্বাধীনতা বিরোধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। অন্যতায় আগামীতে জঙ্গীগোষ্ঠিদের দমন করতে সকল স্তরের যুবলীগের কর্মীরা মাঠে নেমে তাদের দাতঁভাঙ্গা জবাব দেয়ার ও হুশিয়ারী উচ্ছারণ করেন তিনি। 

এই বিভাগের অন্যান্য খবর