ছাতকে অফিস সহকারীদের পূর্নদিবস কর্মবিরতীতে সাংসদ মানিকের একাত্ততা সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ কালেক্টরেড সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মরত ১৩-১৬ গ্রেডভূক্ত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদপদবী ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে (বাকাসস) ছাতক উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ৯টায় সমাপনি দিনের কর্মবিরতীতে উপস্থিত হয়ে একাত্ততা প্রকাশ করে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন সরকারী কর্মচারীদের সকল যুক্তিক দাবী আদায় কর্মবিরতীর মাধ্যমে সারাদেশে আন্দোলন করে যাচ্ছেন। জনগনকে সেবা দানে তারা রাতদিন পরিশ্রম করে যাওয়ায় আমরা তাদের কর্মসূচিতে একাত্ততা পোশন করছি। জননেত্রী শেখ হাসিনা সরকারী কর্মচারীদের প্রতি আন্তরিক থাকায় তারা নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন। ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতী পালিত হয়েছে।
পূর্ন দিবস কর্মবিরতী ও অবস্থান কর্মসূচীতে একাত্ততা প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ভাইস চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা অফিস সুপার জয়নাল আবেদীন, উচ্চমান সহকারী সত্যেন্দ্রলাল রায়, সহকারী অরুন অধিকারী, জামাল উদ্দিন, জয়দেব চন্দ্র দেবনাথ, লাল মিয়া প্রমুখ।