Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

পাইকগাছায় সরকারি খাল উদ্ধারে সাহসী পদক্ষেপ নিলেন ইউএনও খুলনা

পাইকগাছায় সরকারি খাল উদ্ধারে সাহসী পদক্ষেপ নিলেন ইউএনও

জনস্বার্থে পানি সরবরাহের সরকারি খাল উদ্ধারে সাহসী পদক্ষেপ নিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল এলাকার একটি সরকারি খাল ভরাট করে বসতবাড়ি নির্মাণ করায় জনসাধারণের পানি সরবরাহ বাধাগ্রস্তের অভিযোগ এনে জনৈক আইনজীবী সহ কয়েকজন আরেক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে সরেজমিনে যেয়ে  জনস্বার্থের কথা বিবেচনা করে শুক্রবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে দেখেন, অভিযোগকারী শিবুপদ, হোসেন আলী, মোস্তফা জামান মন্টু, প্রসাদ মাস্টার, আজিজুল করিম, রমজান, রিপন, মোশাররফ গাজী সরকারি খাস খতিয়ান দখল করে তাদের স্বার্থ হাসিল করার জন্য ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দেয়। বিষয়টি তিনি বিবেচনায় নিয়ে অভিযোগকারী ও অভিযুক্তের বিরুদ্ধে উপজেলা সার্ভেয়ারকে সোমবার জরিপ পূর্বক সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। তিনি সেই প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কাউন্সিলর কবিতা রাণী দাশ, তৈয়বুর রহমান সহ এলাকাবাসী। এমন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য এলাকার সর্বস্তরের মানুষ ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন।