Opu Hasnat

আজ ২৩ জানুয়ারী শনিবার ২০২১,

মুকসুদপুরে স্বাস্থ্য সহকারিদের কর্ম বিরতি পালন গোপালগঞ্জ

মুকসুদপুরে স্বাস্থ্য সহকারিদের কর্ম বিরতি পালন

সারাদেশের মত গোপালগঞ্জের মুকসুদপুরের কর্মরত স্বাস্থ্য সহকারিরা তাদের দাবী  আদায়ের জন্য কর্ম বিরতি পালন করেছে। বাংলাদেশ হেলথ এসিসস্টেন্টথ এসোসিয়োসিয়ন ও দাবী বাস্তবায়ন পরিষদ আয়োজিত মুকসুদপুর উপজেলায় শতাধিক স্বাস্থ্য সহকারি তাদের বেতন বৈষম্য দুরীকরণসহ নানান দাবীতে ২৬ নভেম্বর থেকে  কর্ম বিরতি পালন করে আসতেছে। দাবি আদায়ের এই উপলক্ষে  উপজেলা স্বাস্থ্য সহকারিরা ২৮ নভেম্বর সকাল কর্মস্থালে না গিয়ে উপজেলা ১০০ শষ্যা হাসপাতাল চত্বরে  মানববন্ধন, কর্ম বিরতি পালন করেন। মানববন্ধন শেষে সমাবেশ করেন। 

সমাবেশে  বক্তব্য দেন জাকির হোসেন জগলু, খোরশেদা মলি­ক, কাওসার আহমেদ, সাইদ শিকদার প্রমুখ। 

এই বিভাগের অন্যান্য খবর