Opu Hasnat

আজ ২৫ জানুয়ারী সোমবার ২০২১,

কালকিনিতে সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করলেন এমপি মাদারীপুর

কালকিনিতে সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করলেন এমপি

মাদারীপুর জেলা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে কালকিনি উপজেলা হেডকোয়ার্টার থেকে খাসেরহাট জিসি সড়ক ভায়া সমিতিরহাট বাজার পর্যন্ত ১২৫০৫ মিটার, খোয়াজপুর টেকেরহাট আরএন্ডএইচ হতে খাসেহাট জিসি সড়ক ভায়া লক্ষিপুর ইউপি অফিস এবং সূর্যমনিহাট সড়কের চেইনিজ ৯০৭-১৬৫০০ মিটার ও উপজেলার খাসেরহাট জিসি হতে শরিয়তপুর আরএন্ডএইচ ২১০০ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা, পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ ফিরোজ বেপারী, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম, গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ও সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার প্রমুখ।