Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সভাপতি সাত্তার, সাধারণ সম্পাদক সুকান্ত

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত খুলনা

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি ও সহ-সভাপতি দু’টি পদে বিজয়ী, অপরদিকে আওয়ামী লীগের সমর্থিত সাধারণ সম্পাদক সহ সবকটি পদে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত পাইকগাছা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার এড. মোজাফফর হাসান ফলাফল ঘোষণা করেন। 

সভাপতি পদে বিএনপির সমর্থিত বর্তমান সভাপতি এড. জিএম আঃ সাত্তার ৪২ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম আওয়ামী লীগের সমর্থিত এড. কামরুল ইসলাম ২৩ ভোট, সহ-সভাপতি দুটি পদে বিএনপির সমর্থিত এড. জিএম আমজাদ হোসেন ৩৩ভোট ও আওয়ামী লীগ সমর্থিত এড. আবুল কালাম আজাদ সর্বোচ্চ ৪৭ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম আওয়ামী লীগ সমর্থিত এড. প্রশান্ত কুমার ঘোষ ৩০ ভোট, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত সুকান্ত কুমার রায় ৩৪ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির সমর্থিত সাবেক সম্পাদক এড. দিপংকর কুমার সাহা ২৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত অজিত কুমার ৩৩ভোট পেয়ে বিজয়ী, নিকটতম বিএনপির সমর্থিত আঃ মজিদ ৩২ ভোট, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সরদার সুবেহ সাদিক ৪৩ভোট পেয়ে বিজয়ী, নিকটতম বিএনপির সমর্থিত এড. আঃ মালেক ১৮ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত সংকর কুমার ঢালী ৩৪ ভোট পেয়ে বিজয়ী নিকটতম বিএনপি সমর্থিত এড. মোহতাসিম বিল্লাহ ২৮ভোট, লাইব্রেরী সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত সাইদুর রহমান মিঠু ৪৩ভোট পেয়ে বিজয়ী নিকটতম বিএনপির সমর্থিত রেহেনা খাতুন ১৯ভোট, সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত অনাদী কুমার মন্ডল ৩৯ভোট বিজয়ী, আবুল কালাম আজাদ ৩৫ ভোট বিজয়ী, সমরেশ কুমার ৩৫ভোট পেয়ে বিজয়ী, নিকটতম আক্কাস আলী ৩৩, সফিকুল ইসলাম ২৫ভোট।

নির্বাচন শেষে ভোট গণনার সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও সিনিয়র সহকারী জজ মোঃ সালাউদ্দিন।