Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সৈয়দপুরে কোভিড-১৯ ও নারী বিষয়ক কর্মশালা নীলফামারী

সৈয়দপুরে কোভিড-১৯ ও নারী বিষয়ক কর্মশালা

নীলফামারীর সৈয়দপুরে স্টেনদেনিং হেলথ আউটকামস ফর ওম্যান অ্যান্ড চিলড্রেন প্রজেক্টের (শো) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁর হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থা ল্যাম্ব ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারী নির্যাতন ও কোভিড-১৯ মহামারী সম্পর্কে সংবেদনশীল হতে সংবাদকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আশীষ কুমার বকসী। এটি পরিচালনা করেন একই সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞ মাহফুজার রহমান ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহীনা সুলতানা। বক্তব্য রাখেন ল্যাম্বের যোগাযোগ সমন্বয়কারী কাজল কুমার রায়, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন ল্যাম্বের শো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস হাজং।

এই বিভাগের অন্যান্য খবর