পানিই জীবন প্রকল্প
পাইকগাছায় পানি ও হাইজিন বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত খুলনা / 
পাইকগাছায় সকলের জন্য নিরাপদ পানি ও হাইজিন খাতে আলাদা বাজেট নিশ্চিত করনে এ্যডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ডরপ পানিই জীবন প্রকল্পর পাইকগাছা অফিসে পানিই জীবন প্রকল্পর উদ্যোগে এ্যডভোকেসী সভায় ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, গাজী জুনায়েদুর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, নুরুন্নাহার প্রমুখ।