Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

সিংগাইরে প্রাথমিকের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির তদন্ত প্রতিবেদন লাল ফিতায় বন্দি মানিকগঞ্জ

সিংগাইরে প্রাথমিকের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির তদন্ত প্রতিবেদন লাল ফিতায় বন্দি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ ফান্ডের  টাকায় উপকরণ কেনাকাটার অনিয়ম-দুর্নীতির তদন্ত প্রতিবেদন রয়েছে লাল ফিতায় বন্দি।  গত  ২৩ সেপ্টেম্বর টাইমটাচ নিউজ ডটকম অনলাইন পোর্টালসহ  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই মাসের উপজেলা সমন্বয় সভায় অনিয়ম তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে ৮ অক্টোবর ইউএনও রুনা লায়লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ দৌল্লাহকে প্রধান করে ওই কমিটিকে  ৩ কার্যদিবসের  মধ্যে প্রতিবেদন দাখিলের সময় সীমা বেঁধে দেন।

এদিকে, দেড় মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। রয়েছে লাল ফিতায় বন্দি। কমিটির প্রধান মোঃ সিরাজ উদ দৌল্লাহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উপকরণ কেনাকাটায় অনিয়ম পাওয়া গেছে। পরবর্তী  অক্টোবর মাসে অনুষ্ঠিত সমন্বয় সভায় দুজন ইউপি চেয়ারম্যানকে কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। কিন্তু তাদের নাম আমি এখোনো হাতে পাইনি। যার কারনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রতিবেদন দাখিলেও বিলম্ব হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ ফান্ডের প্রায় অর্ধ-কোটি টাকার  উপকরণ কেনাকাটায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদসহ শিক্ষা অফিসের  বিরুদ্ধে।