Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

খাগড়াছড়িতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন খাগড়াছড়ি

খাগড়াছড়িতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলাতে মোটর সাইকেল কিনে দেওয়ার নামে টাকা লুট করে আনোয়ার হোসেন নামে একজনকে হত্যার দায়ে এনামুল হককে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪সালের ২৭শে অক্টোবর ব্যবহৃত মেটর সাইকেল কিনে দেয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যায় দন্ডপ্রাপ্ত এনামুল হক। আনোয়ারের কাছে থাকা ১লক্ষ ১০হাজার টাকা লুট করে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এনামুল হককে আসামি করে গুইমারা থানায় মামলা করে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর চার্জশীট দেয়ার পর রাষ্ট্রপক্ষ ১০জনের সাক্ষী গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।