Opu Hasnat

আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার ২০২১,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত নেত্রকোনা

দুর্গাপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশের মতো বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ নানা দাবিতে কর্মবিরতি চলছে।

এরই অংশ হিসেবে বাকাসস দুর্গাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ দ্বিতীয় সপ্তাহের মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১৫ দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকায় নানা ভোগান্তিতে পড়েছে ভুক্তভুগিরা।