Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শ্লোগানের কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল চৌধুরীর স্মরণসভা ফরিদপুর

শ্লোগানের কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল চৌধুরীর স্মরণসভা

২৩ নভেম্বর কবি নাজমুল হক নজীর ও ১৬ নভেম্বর সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ ফরিদপুরের বোয়ালমারীতে সমকাল কার্যালয়ে রুলাল জার্নালিস্ট ফাউন্ডেশন বোয়ালমারী শাখার উদোগে স্মরণ সভার আয়োজন করা হয়।

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বোয়ালমারীর সমকাল প্রতিনিধি কাজী আমীন ইসলাম, আলফাডাঙ্গা উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সেকেন্দার আলম, বাংলা টিভি ও আমাদের সময়ের বোয়ালমারী প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, ধামরাই সরকারি কলেজের প্রভাষক শহীদুল্লাহ্ নজীর মাসুদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, বাঙালি সময়ের আলফাডাঙ্গা প্রতিনিধি মোঃ লায়েকুজ্জামান  আলফাডাঙ্গা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, কৃষকলীগ নেতা মোল্যা মোঃ কামরুল ইসলাম প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আলফাডাঙ্গা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল বাসার, বাঙালি সময়ের বোয়ালমারী প্রতিনিধি এ কে এম রেজাউল ইসলাম,  ভোরের দর্পণের বোয়ালমারী প্রতিনিধি এস এম রুবেল, রূপসাঞ্চল এর প্রতিনিধি সনত চক্রবর্তী
স্মরণনানুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা টাইমসের বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু।

বক্তাগণ স্মৃতিচারণে কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন।