পাইকগাছয় সন্দেহভাজন একজন আটক খুলনা / 
পাইকগাছায় গভীর রাতে ঘোরাঘুরি করা কালে শাহিন সানা নামের এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার গভীর রাতে অভিযান চলাকালীন সময় উপজেলার কাটাখালী বাজারস্থ তিনরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন পার্শ্ববর্তী কয়রা থানার মদিনাবাদ হামিদ সানার ছেলে।
ওসি এজাজ শফী জানান, পাইকগাছা থানা পুলিশ রাতে ডিউটি করাকালে উপজেলার কাটাখালী বাজারস্থ তিনরাস্তা মোড়ে সন্দেহজনক ঘোরাঘুরি করার কারণে জিজ্ঞাসা করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়। তিনি আরো জানান তার বিরুদ্ধে কয়রা থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে। আটক শাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।