Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পদ্মায় জেলের জালে ২৯ কেজি’র বাগাইড়! রাজবাড়ী

পদ্মায় জেলের জালে ২৯ কেজি’র বাগাইড়!

পদ্মা নদীর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৯ কেজি।

সোমবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় স্থানীয় জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পরে।

স্থানীয় জেলে জয়নাল হলদার জানান, প্রতিদিনের মতো রবিবার দিবাগত মধ্যরাতেও সঙ্গী সাথীদের নিয়ে পদ্মা মাছ ধরার আশায় জাল ফেলি। সোমবার ভোররাতে আমার জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে আড়তে নিয়ে আসলে স্থানীয়রা এক নজর দেখার জন্য ভীর জমায়।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা বলেন, ২৯ কেজি ওজনের ওই বড় মাছটি আড়তে অন্য ব্যাবসায়ীদের সাথে ডাকের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় কিনে নেই। মাছটি একটু বেশি দামে বিক্রির জন্য ঢাকার বড় ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি আপাতত মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মায় রশি দিয়ে বেধে রাখা হয়েছে।

এ ব্যপারে গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ জানান, এ বছর রাজবাড়ীতে ইলিশ রক্ষা কার্যক্রম ছিলো জোরদার। এখন পদ্মায় ইলিশ মাছ না পাওয়া গেলেও মাঝে মধ্যেই পদ্মায় বড় বড় মাছ ধরা পরছে। এতে জেলেরা অত্যন্ত খুশি মনে দিন পার করছে।