Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু খুলনা

পাইকগাছায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

পাইকগাছায় ছাত্রনেতাসহ ৩ বন্ধু বিয়েতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু ও দু’জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

জানা যায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মন্ডলের ছেলে অমিত মন্ডলের সাথে কেশবপুর উপজেলার চুয়োডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের মেয়ের সাথে শনিবার রাতে বিয়ে হয়। বিয়ের বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে ছাত্রনেতা নবদ্বীপ হালদার (২৪), পৌরসভার সরল গ্রামের অনুকুল ব্যানার্জীর ছেলে ছাত্রনেতা নব কুমার ব্যানার্জী (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর ছেলে জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী (৩০) দাওয়াত খেয়ে ফেরার পথে অতিরিক্ত অ্যালকোহল পানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পাইকগাছায় পৌঁছানোর পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু, ইফতিখার বিন রাজ্জাক ও সঞ্জয় মন্ডল তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার খুলনায় যাওয়ার সময় পথিমধ্যে নবদ্বীপ মারা যায়। নবকুমার ও পার্থ গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পার্থ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এবং নবদ্বীপ ও নবকুমার ছাত্রলীগের সক্রীয় কর্মী বলে জানা যায়। 

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, মৃতের লাশ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।