Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী সোমবার ২০২১,

ব্রেকিং নিউজ

নড়াইলে কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি নড়াইল

নড়াইলে কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের দাবিতে নড়াইলে কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) নড়াইল জেলা শাখা’র সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আব্দুল আলিম, নড়াইল ডিসি অফিসের কর্মচারী এনামুল হাসান, মশিয়ার রহমান, ইমরুল, নয়ন প্রমুখ। 

বক্তারা বলেন গত ১৫ নভেম্বর কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তারপরও যদি তাদের যৌক্তিক দাবির প্রতি কোন সহানুভুতি দেখানো না হয়, তা-হলে তারা দেশ ব্যাপী আরোও বড় ধরনের কর্মসূচী দিতে বাধ্য হবে।