মুকসুদপুরে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত কৃষি সংবাদ /  গোপালগঞ্জ / 
গোপালগঞ্জের মুকসুদপুরে ভাসমান বেড সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রাসাণ জন প্রিয়করন প্রকল্প (ডিএইঅঙ্গ) এর আওতায় কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) বিকালে বহুগ্রাম বাজারে কৃষি মাঠ দিবস এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপ প্রকল্প প্ররিচালক ভাসমান বেড সবজি মসলা চাষ গবেষণা সম্প্রসারন জনপ্রিয় করন প্রকল্প, খামার বাড়ী ঢাকা ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপ সহকরি কৃষি কর্মকর্তা বশির আহম্মেদ, কামরুনাহার।
বক্তব্য দেন সাংবাদিক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য অরুন কুমার মন্ডল, শিক্ষক অরুন কুমার বাড়ৈ, ইউপি সদস্য দয়াময় কিত্তনিয়া প্রমুখ। অতিথিবৃন্দ ভাসমান বেড সবজি ও মসলা চাষ ক্ষেত প্ররিদর্শন করেন।