Opu Hasnat

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৮ প্রানহানি, আক্রান্ত ১৮৪৭, সুস্থ ১৯২১ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৮ প্রানহানি, আক্রান্ত ১৮৪৭, সুস্থ ১৯২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬,৩৫০ জন। 

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৮৪৭ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৪৫,২৮১ জন। 

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১,৯২১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬০,৩৫২ জন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের অন্যান্য খবর