Opu Hasnat

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২০,

চিলাহাটিতে স্কুল-কলেজ খোলার দাবীতে মানববন্ধন নীলফামারী

চিলাহাটিতে স্কুল-কলেজ খোলার দাবীতে মানববন্ধন

আপেল বসুনীয়া, নীলফামারী : নীলফামারী জেলার চিলাহাটিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চিলাহাটি সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা করোনার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে স্কুল -কলেজ খুলে দেয়ার দাবি জানান। 

চিলাহাটি সরকারী কলেজের শিক্ষার্থী মাহফুজ আলম অনি নেতৃত্বে আয়োজিত মানবববন্ধনে বক্তব্য দেন- শিক্ষার্থী মিল্লাত ইসলাম, শরীফ হোসেন হিরা, শরীফা আখতার, সালমা জাহান, খাদিজা আক্তারসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা। 

বক্তারা বলেন- নীতিমালা অনুযায়ী পাঠদান শুরু হলে শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা, হাত পরিষ্কার, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।