Opu Hasnat

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২০,

নড়াইল-মাওয়া সড়কে মাত্র ৩ কিলোমিটার সড়কের বেহালদশার জন্য জনদুর্ভোগ চরমে নড়াইল

নড়াইল-মাওয়া সড়কে মাত্র ৩ কিলোমিটার সড়কের বেহালদশার জন্য জনদুর্ভোগ চরমে

নড়াইল-মাওয়া সড়কের কালনা হতে ভাটিয়াপাড়া পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার সড়কের বেহালদশার জন্য জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রেলওয়ে প্রকল্পের ভারি বালুর গাড়ীর কারনে রাস্তাটির জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। রেলওয়ে প্রকল্পে সরবারাহের জন্য এ সড়কের পাশেই অনেকগুলি বালুর গাদা গড়ে উঠেছে। ওই বালুর গাদার কারনে সড়কের পাশে সব সময় পানি জমে থাকে। রাস্তার উপর-নীচে সব সময় ভেজা থাকে। এতে করে বেইজ ও সাব-বেইজ নষ্ট হয়ে গেছে। সড়কের দুরাবস্থার জন্য যান চলাচলে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে। সেই সাথে জনবহুল এ সড়কে চলাচলকারিদের জীবন ও মালের ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুন। 

গোপালগঞ্জের জেলা প্রশাসন, সওজ বিভাগ এবং রেলওয়ে প্রকল্প অথরিটি যৌথ উদ্যোগে সড়কটি যানচলাচলের উপযোগি এবং ঝুঁকিমুক্ত না করলে বড় ধরনের দূর্ঘটনা আশংকা রয়েছে। তাছাড়া সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যান চলাচল তো দুরের কথা পায়ে হেটে চলাচল দুষ্কর হয়ে পড়ে। এমতাবস্থায় অনাকাংখিত ভয়াবহ দূর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সচেতন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।