Opu Hasnat

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২০,

উৎসবের আনন্দকে উদযাপন ও উপভোগ করুন : মিথিলা বিনোদন

উৎসবের আনন্দকে উদযাপন ও উপভোগ করুন : মিথিলা

রাফিয়াথ রশিদ মিথিলা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের পর নেটিজেনদের অনেকেই তাকে প্রশ্ন করেছেন, বিয়ের পর আপনি কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? এই বিষয়টি নিয়ে কড়া জবাব দিলেন মিথিলা।
 
গত ১৭ নভেম্বর ভাইফোঁটার বেশকিছু ছবি টুইটারে পোস্ট করেছেন মিথিলা। তাতে দেখা যায়, মিথিলার মেয়ে আইরা ভাইফোঁটা দিচ্ছে।

ক্যাপশনে মিথিলা লিখেছেন, গতকাল আমার মেয়ের প্রথম ভাই-বোন ফোঁটা ছিল। সবাই সমস্ত ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আমি স্বেচ্ছায় জোর গলায় একথা বলছি। ‘আপনি মুনাফিক, আপনি কি হিন্দু হয়ে গেছেন?’ এ ধরনের বোকাবোকা মন্তব্য নিজেদের কাছেই রাখুন।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।