নাটোরে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক নাটোর / 
নাটোরের বাগাতিপাড়ায় ১০ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আব্দুর রশিদ (৪০) কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর ) দিনগত রাতে জামনগর কৈইপুকুরিয়া তিন মাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রশিদ উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইক পাড়া গ্রামের মোঃ আফের আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে এস.আই তারিক বিন খালিদ এর নেতৃত্বে এস.আই স্বাধীন ও সংগীয় ফোর্সসহ অভিযান চালায় কৈপুকুরিয়া এলাকায়। এসময় আব্দুর রশিদ এর শরির তল্লাশি করে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এব্যপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই তারিক বিন খালিদ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে জামান কে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা পরিবার, সমাজ দেশএবং সারা জাতীকে এক অস্থিরতার মধ্যে ফেলেছে। এমন অভিযান পরিচালনা করা আমাদের দায়িত্ব আর সেটাই পালন করছি।
কিন্তু পরিবার তথা সমাজ মাদকের ভয়াবহতার দায় এড়াতে পারেনা। এজন্য সকলের প্রতি আহবান তথ্য দিয়ে সহযোগীতা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।