এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের জন্য ছাতা বিতরণ কিশোরগঞ্জ / 
এপেক্স বাংলাদেশের জেলা-০১ ও এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের জন্য ছাতা বিতরণঅনুষ্ঠিত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ট্রাফিক পুলিশের জন্য ছাতা বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ খান এর নিকট এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাকির আলম ছাতা হস্তান্তর করেন।
ছাতা বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেবা পরিচালক এপেক্সিয়ান রাশেদুল হক রবিন। এছাড়া এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের অতীত সভাপতি এপেক্সিয়ান ডাঃ মহিউদ্দিন আহমেদ পলাশ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আনিসুর রহমান, ট্রেজারার এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দীন উপস্থিত ছিলেন।