Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত নেত্রকোনা

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

আবহমান কাল ধরে বাংলা অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি ওই উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ‘‘এসো মিলি সবে-নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং)। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আদিবাসী লেখক ও গবেষক রেভা: মনিন্দ্র নাথ মারাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বিশিষ্ট আইনজীবি মানেশ চন্দ্র সাহা, ডা. জয়া দেবর্ষী, কবি দুনিয়া মামুন, কবি আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালীর নানা উৎসব এর মধ্যে নবান্ন উৎসব অন্যতম। বর্তমান করোনা প্রেক্ষাপটে এ উৎসব পালনে সমস্যা থাকলেও বাঙ্গালী ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। পরিশেষে একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।