Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দামুড়হুদায় প্রদর্শনী পুকুরে মাছের খাবার ও গাছের চারা বিতরন চুয়াডাঙ্গা

দামুড়হুদায় প্রদর্শনী পুকুরে মাছের খাবার ও গাছের চারা বিতরন

‘নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’- শ্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরতপুর নব দিগন্ত সমবায় সমিতি লিঃ এর প্রদর্শনী পুকুরে মাছের পোনা, খাদ্য ও পুকুর পাড়ে লাগানোর জন্য বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হয়েছে। বৃহস্পিতিবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস অফিস চত্বরে এই খাবার ও চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। 

জলাশয় সংস্কার মাধ্যমে মৎস উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী পুকুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১০০০ কেজি দানাদর মাছের খাদ্য, ৫-৬ ইঞ্চি ৪ হাজার মাছের পোনা ও পুকুর পাড়ে লাগানোর জন্য আম, লেবু, পেয়ারার ৪৪টি চারা সমিতির সভাপতির আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক আঃ আলিমের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দী, উপজেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আয়ুব আলি, প্রণি সম্পদ অফিসার ডাঃ মসিউর রহমান সমিতির সদস্য আঃ রহিম।