Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের ৪৪তম কোর্স ফর এ্যাসিস্টেন্ট লিডার ট্রেনার শুরু গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের ৪৪তম কোর্স ফর এ্যাসিস্টেন্ট লিডার ট্রেনার শুরু

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ৪৪তম কোর্স ফর এ্যাসিস্টেন্ট লিডার ট্রেনার (সিএএলটি) শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ দিনব্যাপী আয়োজিত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান। কোর্স পরিচালক ও জাতীয় কমিশনার (প্রশিক্ষন) মো: মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মো: ফেরদৌস, বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক (প্রশিক্ষন) ফারুক আহমদ। 

বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে ২১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষমাত্রায় পৌঁছানো এবং মান সম্মত স্কাউটিংয়ের প্রয়োজনে কোর্স ফর এ্যাসিস্টেন্ট লিডার ট্রেনার অনুষ্ঠিত হচ্ছে। কোর্সে সারাদেশের বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  মুক্ত স্কাউট গ্রুপ থেকে থেকে বাছাইকৃত ৪৫ জন স্কাউট লিডার শিক্ষার্থী হিসেবে এবং ১৫ জন প্রশিক্ষক যোগদান করছেন। কোর্স শেষে অর্পিত দায়িত্ব পালন করলে শিক্ষার্থীরা সহকারী লিডার ট্রেনার হিসেবে নিযুক্ত হবেন। সিএএলটি কোর্স আগামী ১৮ নভেম্বর শেষ হবে।