Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

নড়াইলে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন কৃষি সংবাদনড়াইল

নড়াইলে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

নড়াইলে ১ হাজার ৬শ কৃষকের মাঝে বিনা মূল্যে নানা প্রকার বীজ ও  সার বিতরন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে ফলন বৃদ্ধির লক্ষ্যে ৫শ কৃষকের প্রত্যেককে ১কেজি বোরধান বীজ ও ২০ কেজি সার, ৬ শ কৃষককে জন প্রতি ১কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার, ২০০ জনের প্রত্যেককে ২কেজি হারে ভুট্টা, ১৯০ জনকে মুগ ও ৩০ কেজি হারে সার, ১০০ জন কৃষককে ১কেজি হারে গমবীজ ও ২০ কেজি সার ও ৩০ জন কৃষককে ২৫০ গ্রাম পেয়াজ বীজ ও ১৫কেজি সার বিতরন করা হয়েছে।