কিশোরগঞ্জে ৩ হাজার ৬৪০ কৃষক পেলেন বীজ ও সার সহায়তা কৃষি সংবাদ /  নীলফামারী / 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে পেঁয়াজ, টমেটো, মরিচ, ভুট্টা, বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ হাজার ৬৪০ জন কৃষককে বাছাই করে এ সুবিধা প্রদান করেন। বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগমের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।