Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বিকৃত শিক্ষা // তনুশ্রী রানী ঘোষ শিল্প ও সাহিত্য

বিকৃত শিক্ষা // তনুশ্রী রানী ঘোষ

শিক্ষা, শিক্ষা, শিক্ষা
চারিদিকে একি শিক্ষা বলো,
দাবানলে সব পুড়ছে দেখ রক্ষিত নেই কেহ।
মায়ের দেহ পুড়ছে যেন নরককুণ্ডে এক
অসহ্য  জ্বালায় মায়ের পাশে কেউ নেই যে আজ।
মা যে আমার গোঙ্গরায়,
চারিদিকে হাতরায়,
ঠাঁই নেই যে আর।

চারিদিকের আর্তনাদ যাই বহুদুর
হায়রে পাষন্ড আজ একি করছিস তুই!
মায়েরাই যে নারীরুপ এক,
ভুলিলি কেমনে?
নারীর বস্ত্র আজ তুই নিলি ছিনিয়ে!

শিক্ষা, শিক্ষা, শিক্ষা,
চারিদিকে একি শিক্ষা বলো
মায়ের বস্ত্র আজ সন্তানের হাতে
নগ্নমাতার আর্তনাদে সন্তান হাসে!

মা যে আজ রমণীবেশে ভাসে লালসায়
লালসায় আজ সবই ছারখার রক্ষিত নাই তার।

বিকৃত শিক্ষায়  আজ ধর্ষিত দেশ
সন্তান আজ ধর্ষক হয়ে মাকে করিছে শেষ
হায়রে একি শিক্ষা বলো?
সবার চক্ষে মাতা আজ ধর্ষিতা হলো!