Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন রাজধানী

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন

ছয় ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার মাতুয়াইল এলাকার কোনাপাড়া বহুতল ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটি একটি আবাসিক ভবন। কিন্তু ভবনের ষষ্ঠ তলায় ওয়্যার হাউজের সব ধরনের মালামাল মজুদ রাখা হয়েছে। আগুনে ওই ওয়্যার হাউজের মামলামালে আগুন লাগে। এই আগুন ভবনের অন্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। ওয়্যার হাউজের ওই সব পণ্যের মধ্যে দাহ্য পদার্থই বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণের আনতে একটি দেরি হচ্ছে। তাছাড়া ওই এলাকার রাস্তাগুলো খুবই সরু, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বলেন, ওই ভবনটি আবাসিক হলেও সেখানে ওয়্যার হাউজের গোডাউন রাখা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুনের প্রচণ্ড তাপ রয়েছে। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় নিচ্ছে। তবে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।