Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে : ডিসি অতুল সরকার ফরিদপুর

সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে : ডিসি অতুল সরকার

সমাজের হিংসা বিভেদ দূরে সরিয়ে রেখে ধর্মের সুমহান আদর্শ অনুসরন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি শনিবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এই বিভাগের অন্যান্য খবর