Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

কালকিনির ডাসারে ফ্রান্সের সকল পন্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল মাদারীপুর

কালকিনির ডাসারে ফ্রান্সের সকল পন্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও ফ্রান্সের সকল প্রকার পন্য বর্জনের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডাসার এলাকার তাওহিদী জনতা ও ঈমাম মুয়াজ্জিন সমাজ কল্যান পরিষদ। 

শুক্রবার জুমার নামাজ শেষে ডাসার বাজারে সমাবেশ করা হয়। এতে প্রায় ১ হাজার ধর্মপ্রান মুসল্লিরা অংশগ্রহন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাসার হাফিজিয়া মাদ্রাসার মহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ আবুল খায়ের। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মুয়াজ্জিন, শিক্ষক ও ঈমামগন।