Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত নাটোর

বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে হাইওয়ে থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বাস মালিক সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক আব্দুর করিম মোল্লা, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা বেপারী, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন।