Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্শনের বিরুদ্ধে সিংগাইরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মানিকগঞ্জ

মহানবী  (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্শনের বিরুদ্ধে সিংগাইরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার  দিকে ইসলামী সমমনা দলের ব্যানারে  সিংগাইর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন।

মুফতি আব্দুস শুকুর মাহামুদ কাসিমীর সভাপতিত্বে ও মুফতি আবু বক্করের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মুহাদ্দিস মোঃ সালাহ উদ্দিন, মাওলানা আশরাফ. মুফতি আব্দুর রউফ, মুফতি আব্দুল জলিল. মাওলানা হাসান খোকন, মাওলানা ইসমাইল হোসেন খান, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ । বক্তারা  ফ্রান্সের বিভিন্ন পন্য বর্জনসহ বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এই বিভাগের অন্যান্য খবর