Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

রসুল (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নড়াইল

রসুল (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রসুল (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নড়াইল কালনা মহাসড়করে দুই পাশে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও এলাকাবাসী। 

এ সময় বাংলাদেশে আমদানীকৃত ফ্রান্সের সকল পন্য বর্জন এবং রসুল পাক (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম মুনসহ অনেকেই। এ সময় প্রতিকুল পরিবেশ উপেক্ষা করে সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।