Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ রাজবাড়ী

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র  প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়। 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ মিয়া, মাওলানা কারী আবু ইউসুফ, মোফাজ্জেল হোসেন আব্বাসী বক্তৃতা করেন।

বক্তারা এ সময় ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা জানান। সেই সাথে সকলকে ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহব্বান জানান তারা। 

এদিকে একই দাবীতে শুক্রবার জুম্মাবাদ রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে গন জমায়েত ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।