Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

পীর হাবিবুর রহমানের বাসায় ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জ

পীর হাবিবুর রহমানের বাসায় ভাংচুরের  প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সুনামগঞ্জের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে শহরের উকিলপাড়া প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক জালালাবাদ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ঝুনু চৌধুরী, কেজি মানব তালুকদার, আল হেলাল, অরুন চক্রবর্তী, হিমাদ্রি শেখর ভদ্র, বুরহান উদ্দিন, মিজানুর রহমান মিজান, মো. ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল, আমিনুল ইসলাম, আনোয়ারুল হক প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, যে বা যারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুর করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান তারা। 

এই বিভাগের অন্যান্য খবর